পবিত্র হজ পালনের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে তিনি হজে যাচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিকাল পাঁচটায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।
খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসেরও খালেদা জিয়ার সঙ্গে হজে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না।
এছাড়া খালেদা জিয়ার সঙ্গে হজ করতে লন্ডন থেকে দুবাই হয়ে সৌদি আরব যাবেন তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধু জোবায়দা রহমান ও নাতনি জায়মা রহমান।
২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার বাংলাদেশে আসার কথা রয়েছে। একইদিন তারেক রহমানেরও যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।