কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর ক্রয়ে টাকা আত্মসাত, দুদকের মামলা

চট্টগ্রাম : কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর ক্রয়ের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানায় কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন।

দুদকের চট্টগ্রাম-২ অঞ্চল সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) সহকারী কমিশনার গোলাম মোস্তফা জানান, দুদকের পক্ষ থেকে মামলার এজাহারের কপিটি নিয়ে তিনি কক্সবাজার আসেন। মামলাটি কক্সবাজার সদর থানায় নথিবদ্ধ হয়েছে। যার নম্বর-২৬।

রোববার রাতে কক্সবাজার সদর থানায় এ মামলা দায়ের করেন মাহবুবুল আলম। কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, মামলাটি দুদক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মামলার আসামিরা হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা, ঢাকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল অফরোজ, সাবেক সহকারী পরিচালক (ই/এম) ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার দপ্তরের সাবেক উপ-সহকারী পরিচালক (ই/এম) শহীদুল ইসলাম মন্ডল এবং সাবেক ম্যানেজার মো. হাসান জহির।

একুশে/এসসি