রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে নীতিমালা হচ্ছে

| প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০১৬ | ৪:২৫ পূর্বাহ্ন

governmentবাংলাদেশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা করার উদ্যোগ নিয়েছে সরকার।
নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন না। কেউ ফৌজদারি আদালত থেকে চূড়ান্ত সাজাপ্রাপ্ত হলে ১০ বছরের মধ্যে লাইসেন্স পাবেন না। আর শ্রমিকঘন প্রতিষ্ঠান বা কারখানার অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, ‘যার–তার কাছে তো আমরা অস্ত্র তুলে দিতে পারি না। এ জন্য পুরো প্রক্রিয়াকে একটি যৌক্তিক প্রক্রিয়ায় আনতে এ নীতিমালা করা হচ্ছে। এর পরের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। গতকালের বৈঠকে সামগ্রিক বিষয়গুলো সামনে এনে আমরা একটি রূপরেখা চূড়ান্ত করেছি।’