হালদায় অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট থেকে মোহরা এলাকায় আজ (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এ অভিযানের নেতৃত্বে ছিলেন।

এ নিয়ে গত তিন মাসে হালদা নদীতে ২৬টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি ড্রেজার ধ্বংস, প্রায় এক লাখ টাকা জরিমানা, অবৈধভাবে উত্তোলিত ৫৬ হাজার ঘনফুট বালি, ২৫ হাজার ২০০ মিটার জাল, ২৩২টি ব্যাটারি ও ৮৮টি চার্জার জব্দ, দুইটি নৌকা জব্দ এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাচনের কারণে অভিযান বন্ধ ছিলো জানিয়ে রুহুল আমিন বলেন, সরকারি উদ্যোগে হালদা নদীতে ১০৭ কেজি কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে। নির্বাচনের কারণে কিছুদিন হালদা নদীতে অভিযান বন্ধ ছিল। আজ (বৃহস্পতিবার) থেকে আবার অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

একুশে/এসসি