রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মালালার স্কুলে বোমা হামলার হুমকি

প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০১৬ | ৪:২১ পূর্বাহ্ন

Malala Yousafzai, the 16-year-old Pakistani advocate for girls education who was shot in the head by the Taliban in 2012, officially opens The Library of Birmingham in Birmingham, central England, on September 3, 2013. Pakistani activist Malala Yousafzai, shot in the head by a Taliban militant last October after campaigning for girls' right to education, gave an address as she officially opened the new Library of Birmingham. AFP PHOTO / PAUL ELLIS

নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের স্কুলসহ যুক্তরাজ্যের আটটি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই জানায়, ওই হুমকির বিষয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

হুমকি পাওয়া স্কুলগুলো ইংল্যান্ড ও স্কটল্যান্ডে অবস্থিত। এর মধ্যে ছয়টি বার্মিংহাম ও দুটি গ্লাসগোর স্কুল।

হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে বার্মিংহাম এডবাস্টন হাইস্কুল রয়েছে। এটি মালালার স্কুল।

হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলভবনগুলো খালি করে দিয়েছে কর্তৃপক্ষ।