রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুনঃনির্বাচনের দাবি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির

প্রকাশিতঃ ২ জানুয়ারী ২০১৯ | ৮:১২ অপরাহ্ন

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (২ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই দাবি জানান। এক্ষেত্রে আইনজীবী সমিতির পক্ষে পাশ্ববর্তী দেশের ন্যায় এদেশের সর্বোচ্চ আালতের সুয়োমটো (স্বতঃস্ফূর্ত) হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় হাইকোর্টের কিছু বিচারপতিকে পদত্যাগেরও আহ্বান জানান তিনি।

সমিতির সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের আশ্বাসের পর ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পরে অনেক প্রার্থীকে গ্রেপ্তার করা হয়, অনেকের ওপর হামলা চালানো হয়, নির্বাচনী প্রচারে বাধার সৃষ্টি করা হয়। আমাদের সমিতির সম্পাদক ব্যারিস্টার খোকনের ওপর গুলি চালানো হয়। এই নির্বাচনকে নির্বাচন বলা যায় না। যে নির্বাচন হয়েছে সেটি জাতি গ্রহণ করেনি। অতীতে আমাদের পাশ্ববর্তী দেশে এসব ক্ষেত্রে সর্বোচ্চ আদালত থেকে হস্তক্ষেপ করে। যে নির্বাচন হয়েছে তা বাতিলের জন্য সংবিধানের অভিভাবক হিসেবে দেশের সর্বোচ্চ আদালত থেকে সুয়োমটো হস্তক্ষেপ কামনা করছি।

জয়নাল আবেদিন হাইকোর্টের কিছু বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, যখন নির্বাচন কমিশন কোন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে তখন অতীতে হাইকোর্ট থেকে হস্তক্ষেপের কোনো নজির দেখিনি। কিন্তু এবার হাইকোর্ট থেকে অনেক প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়েছে। সব বিচারপতিকে বলবো না, তবে যারা এগুলো করেছে তারা হাইকোর্টকে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করেছে। এটা করে তারা শপথ লংঘন করেছে। শপথ ছিলো ভয়-ভীতির উপরে থেকে আইন অনুযায়ী বিচার করবো, কিন্তু মনে হয়েছে ভয়-ভীতির কাছে নত হয়ে তারা এসব কাজ করেছেন। যারা এসব কাজ করেছেন সেসব বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানাই।

সুপ্রিমকোর্টে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো: গোলাম রহমান ভুঁইয়া, কোষাধক্ষ্য নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দাবি মানতে নারাজ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহনমূলক হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি অতীতে সেনাবাহিনীকে বিভিন্নভাবে আমন্ত্রণ করে দেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংসের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

নির্বাচনে কারো অভিযোগ থাকলে ট্রাইবুনালে আশ্রয় নিতে পারেন উল্লেখ করে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেন, নির্বাচন নিয়ে কারো কোন অভিযোগ থাকলে সুপ্রিম কোর্ট নয় ট্রাইবুনালে আশ্রয় নিতে পারেন। সুপ্রিম কোর্টকে বিতর্কিত করতে নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টকে ব্যবহার করার জন্য যে দাবি করা হচ্ছে তা বেআইনি ও অসাংবিধানিক।

একুশে/এসসি