চট্টগ্রাম : নগরের জুবলী রোড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন। থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে জুবলী রোড এলাকায় পুলিশের তল্লাশী চলাকালে তাকে গ্রপ্তার করা হয়।
মঙ্গলবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার মো. ইসমাইলের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও পটিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে দাবি পুলিশের।
একুশে/এসসি