মেননের শপথের স্থগিতাদেশ চেয়ে হাইকোটে রিট

ঢাকা : ঢাকা-৮ আসনে নির্বাচিত এমপি রাশেদ খান মেননের শপথ ও এর প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন একই আসনে প্রতিদন্দ্বী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে ওই আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) তিনি ৫ জনকে বিবাদী করে হাইকোর্টে এই রিট দাখিল করেন। বিবাদীরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, আইন সচিব, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার এবং নির্বাচিত এমপি রাশেদ খান মেনন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন বিজয়ী হন। তিনি এক লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পান ৩৮ হাজার ৭১৭ ভোট।

একুশে/এসসি