সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫.১ ডিগ্রি

প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৯ | ১০:৩৪ পূর্বাহ্ন


তেঁতুলিয়া: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ওই এলাকায় সোমবার সকাল থেকেই তাপমাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে ‘মাঝারি’ মাত্রার শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে তবে তা ‘তীব্র’ শৈত্যপ্রবাহ। আর ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে ‘মৃদু’ শৈতপ্রবাহ। এ হিসাবে দেশের বেশির ভাগ স্থানে বর্তমানে শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অফিসের সোমবার রাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, নওগাঁ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।