অক্ষয়ের একদিনের পারিশ্রমিক কোটি রুপি

akky kumarক্যারিয়ারে তুঙ্গে রয়েছেন অক্ষয় কুমার। তার অভিনীত সিনেমা বক্স অফিস হিট। আর তা তাইতো মোটা পারিশ্রমিক নেন তিনি। শোনা যাচ্ছে, জলি এলএলবি ২ এর জন্য প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।

২০১৬ বেশ ভালই যাচ্ছে অক্ষয়ের। একের পর এক হিট সিনেমা।এয়ারলিফ্ট, হাউসফুল থ্রি এবং রুস্তম এর পর তিনি এখন ব্যস্ত জলি এলএলবি ২ এর শুটিংয়ে। ২০১৩ সালের ছবি জলি এলএলবি এর সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে।

এও শোনা যাচ্ছে জলি এলএলবি ২ এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি রুপি। বলি ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।