রোববার বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে (ব্যান্সডক) এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্প থেকে স্বাস্থ্য খাতে প্রত্যক্ষ ভূমিকা রাখার পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত টেলিমেডিসিন সেবা সম্প্রসারণে ২৫টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু হল।
এসব সেবাকেন্দ্রে নানা ধরনের ‘টেলি গ্যাজেট’ ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেবাকেন্দ্রগুলোতে টেলি স্টেথেস্কোপ, টেলি অপথালমোস্কোপ, টেলি ইস্পাইরো মিটার, টেলি থার্মোমিটার, টেলি ইসিজি, টেলি বিপি মেশিন, টেলি পালস অক্সিমিটার, টেলি মাইক্রোস্কোপ, টেলি গ্লুকোমিটারসহ টেলি আলট্রাসাউন্ড রয়েছে।
“এগুলো ব্যবহার করে চিকিৎসকরা দূর থেকেও সঠিকভাবে রোগ নির্ণয়সহ যথাযথ চিকিৎসা সেবা দিতে পারছেন।”
এ সার্ভিসের মাধ্যমে রোগীরা বিশেষত মেডিসিন, হৃদরোগ, চর্ম, নাক কান গলা, গাইনিসহ নানা সেবা নিতে পারবেন।
২৫টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন সেবা দিতে তিন এমপিবিএস করে ব্যান্ডইউডথ সরবরাহ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।ইনফো-সরকার প্রকল্প ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও আরও ৬ মাস বাড়ানো হয়েছে জানিয়ে পলক বলেন, এ সময়ে এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সেবা দিতে কাজ চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার একটি সমন্বয় কেন্দ্রসহ সারা দেশের বিভিন্ন পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালসহ ৫৯টি হাসপাতালে আধুনিক প্রযুক্তি নির্ভর টেলিমেডিসিন কার্যক্রম চালু করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ উদ্যেগে রোগীরা আরও বেশি সেবা পাবে আশা করে তিনি বলেন, “দেশের প্রতিটি হাসপাতালে আমরা টেলিমেডিসিন সেবা পৌঁছে দিতে চাই।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।