মতিঝিলে ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা : রাজধানীর মতিঝিলে নগদ ৮ কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেকসহ একজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩, এর একটি দল। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করার পরিকল্পনা করেছিল বলে জানায় র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম আলী হায়দার। তিনি একটি আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকও (এমিড)।

র‍্যাব জানায় , গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান থেকে কয়েকশ কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশ থেকে টাকা আসছে। মূলত বিএনপি-জামায়াতের প্রার্থীদের কাছে বিভিন্ন সময় টাকা এখান থেকে সরবরাহ করা হয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, তার কাছ থেকে নগদ ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে বলে পরিকল্পনা করেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

একুশে/এসসি