সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বেগম জিয়া জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে: ইনু

প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০১৬ | ৬:২৭ অপরাহ্ন

inuসরকার যখন জঙ্গি দমনে নিরলস কাজ করে যাচ্ছে তখন বিএনপি নেত্রী বেগম জিয়া বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জঙ্গিদের পক্ষ নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শুধু জঙ্গিদের দমন করলেই হবে না, জঙ্গিবাদের সহযোগীদের জিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর এসব অভিযান নিয়ে প্রশ্ন তুলে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘ওদেরকে (জঙ্গি) গুলি করে মারা হচ্ছে কেন? দেশে আইন আছে, আদালত আছে। এর কারণ কি? এর পেছনে নিশ্চয়ই গোপন রহস্য আছে।’

বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের জবাবে ইনু বলেন, ‘যেসব জঙ্গিরা ধরা পড়ছে তারা স্বঘোষিত, আত্মস্বীকৃত জঙ্গি। তাদের বিষয়ে কারও কোনো সংশয় নেই। তাদের পরিবারও লাশ নিতে চাচ্ছে না। এখন খালেদা জিয়া কেন তাদেরকে নিরপাধের লেভেল লাগাচ্ছেন?’

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের বিষয়ে যে মায়াকান্না দেখিয়েছেন, এতে প্রমাণ হয়েছে জঙ্গিদের ডাইরেক্ট পার্টনার তিনি। তিনি জঙ্গিদের বিষয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কখনো গাড়িতে আগুন দিয়ে, কখনো মানুষ হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি।’

মন্ত্রী বলেন, জঙ্গি সমস্যার মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পুরোপুরি দমন করবে।