রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রকাশ্যে ভোট চাওয়া : সাতক্ষীরার ওসি প্রত্যাহার

প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০১৮ | ২:০৪ অপরাহ্ন

ঢাকা : প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চাওয়ায় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানান সাতক্ষিরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

শনিবার (২২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন ওসি মারুফ আহম্মেদ। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। তার প্রেক্ষিতেই অবশেষে তাকে প্রত্যাহার করা হলো।

একুশে/এসসি