হংকংয়ের জ্যাকি চ্যান শুধু অভিনেতাই নন, একই সাথে নির্মাতা, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজকও। আগামী বছর সম্মানজনক অস্কার পেতে যাচ্ছেন এই সুপারস্টার।
‘দ্য রাশ আওয়ার’ খ্যাত এই অভিনেতা হলিউডে ‘কুংফু পাণ্ডা সিরিজ’, ‘দ্য কিড রোবট’র মতো সিনেমায়ও সফলতার সাথে কাজ করেছেন। মাত্র আট বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় জ্যাকির। এছাড়া চলতি বছর বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
জ্যাক চ্যানকে চলচ্চিত্রের ‘সত্যিকারের অগ্রদূত’ ও ‘কিংবদন্তী’ হিসেবে আখ্যায়িত করেছেন অস্কার অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক। আগামী বছরে জ্যাকি চ্যানের সাথে বিশ্ব চলচ্চিত্র শিল্পের আরো তিন গুণীকে সম্মানিত করবে অস্কার অ্যাকাডেমি।
চলচ্চিত্র সম্পাদক এনি ভি কোয়েটস, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ফ্রেডেরিক ওয়াইজম্যান এবং কাস্টিং ডিরেক্টর লিন স্ট্যালমাস্টার।