চট্টগ্রাম : আমার ভোট আমি দেব মুক্তিযুদ্ধের পক্ষে দেবো এই স্লোগান নিয়ে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা শুক্রবার বিকেল ৪টায় চেড়াগী পাহাড় মোড় সমাবেশ করেেছন।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এদেশের মানুষ সবসময় প্রগতির পক্ষে ছিল, অসম্প্রদায়িক চেতনার পক্ষে ছিল। দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার জন্য আবারো এদেশের মানুষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলকে ক্ষমতায় আসীন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বিশিষ্ট সংগীতশিল্পী কল্পনা লালা, চবি শিক্ষক অধ্যাপক কুন্তল বড়ুয়া, নাট্যজন শেখ শওকত ইকবাল, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, সুচরিত চৌধুরী টিংকু, শিশুসংগঠক সাজ্জাত হোসেন, আবৃত্তি শিল্পী কংকন দাশ, বিশ্বজিত পাল, নাট্যজন লালন দাশ, শিশুসংগঠক এম শাহাদাৎ নবী খোকা, আবৃত্তি শিল্পী সজ্ঞয় পাল, সেলিম রেজা সাগর, স্বপন দাশ, গৌতম চৌধুরী, এটিএম সাইফুর রহমান, মন্জুর মুন্না, হৈমন্তী শুকলা মল্লিক, মনিষা ধর।
সমাবেশ শেষে সংস্কৃত কর্মীরা নগরীর কোতায়ালী মোড় হয়ে নিউমার্কেট, পুরাতন রেল স্টেশন, সাতরাস্তার মোড়, কাজীর দেউড়ি মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে। প্রতিটি স্থানে বক্তাদের বক্তব্যের পাশাপাশি গনসংগীত ও প্রতিবাদী কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
একুশে/এটি