সিএমপির ৮ কর্মকর্তার পদোন্নতি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন তানজিলা সিদ্দিকা (২৮ তম বিসিএস), মং নে থোয়াই মার্মা (৩০ তম বিসিএস), মোবাশ্বের হোসেন (৩০ তম বিসিএস), বিজয় সেন (৩০ তম বিসিএস), জাহাঙ্গীর আলম (৩০ তম বিসিএস), মো. মঈনুল ইসলাম (৩১ তম বিসিএস), আসিফ মহিউদ্দিন (৩১ তম বিসিএস) ও সোহেল রানা (৩১ তম বিসিএস)।

গতকাল (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। একই আদেশে সারাদেশের আরও ২৬০ জনকে একই পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই পরিপত্রে বলা হয়, পুলিশ সদর দফতরের সুপারিশে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির আগে এরা সবাই সহকারী পুলিশ কমিশনার পদে দায়িত্বরত ছিলেন।

একুশে/এসসি