শাহ আমানতে পৌনে ১ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে পৌনে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এসময় যাত্রী জাহেদুল ইসলামকেও আটক করা হয়।

আটক জাহিদ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স ৭২৪) ফ্লাইটে আসা যাত্রী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মাহমুদ খান। হামানদিস্তার ভেতর সুকৌশলে স্বর্ণগুলো লুকানো ছিল বলে জানান তিনি।

বিমানবন্দর সুত্র জানায়, রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স ৭২৪) ফ্লাইটে আসা জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তার (পেষণযন্ত্র) অস্তিত্ব ধরা পড়ে। বিষয়টি নিয়ে কাস্টম কর্মকর্তার সন্দেহ হলে পুনরায় স্ক্যানিংয়ে সুকৌশলে লুকানো স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করে। এরপর যাত্রীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই হামানদিস্তা ভাঙা হয়। হামানদিস্তার তলায় গোলাকৃতির একটি এবং দণ্ডের মধ্যে লুকানো দণ্ডাকৃতির একটি স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণগুলোর ওজন ৬৯৮ গ্রাম।

একুশে/এসসি