রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হলিউডে সোনম কাপুর

প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০১৬ | ২:১২ অপরাহ্ন

sonamপ্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডে পা রাখতে চলেছেন সোনম কাপুর। নীরজার নায়িকা মার্কিন যু্ক্তরাষ্ট্রের সেরা ট্যালেন্ট এজেন্সি ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

কান চলচ্চিত্র উৎসবে তার উজ্জ্বল উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছিল। ফ্যাশানিস্তা সোনম বহু হলিউড তারকার থেকে পেয়েছিলেন প্রচুর কমপ্লিমেন্টও। এর আগে কোল্ডপ্লের মিউজিক ভিডিও-তে কিছু সময়ের জন্য অভিনয় করতেও দেখা গিয়েছিল তাকে। এ বার কী তার হলিউড জয়ের পালা?

সেটা তো সময়ই বলবে। কিন্তু আশাবাদী অনিল-কন্যা তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, বহু দিন ধরেই তিনি হলিউডে কাজ করতে চাইছিলেন। এ বার সেই আশা পূর্ণ হল।