ফের গিকা ও আসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম : আলাদা নাশকতার ৩ মামলায় কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ আসার পর আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া।

বুধবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের সিনিয়র ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।

আদালত সুত্র জানায়, তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে হাটহাজারী ও রাঙ্গুনিয়া থানায় ২০১৮ সালের দায়ের হওয়া দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আসলাম চৌধুরীকে ২০১৩ সালের এপ্রিলে হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত এই আবেদন মঞ্জুর করেন।

একুশে/এসসি