শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানা সরানোর নির্দেশ শিল্পমন্ত্রীর

| প্রকাশিতঃ ১০ জানুয়ারী ২০১৬ | ৬:০৯ অপরাহ্ন

bbbbb_185382_19214আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি কারখানা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ এ সময় মধ্যে কারখানা না সরায় তাহলে সেগুলো বন্ধ করাও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে হাজারীবাগ থেকে যেসব ট্যানারি স্থানান্তর হবে না, সেগুলোর নামে সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দ করা প্লট বাতিলের নির্দেশও দিয়েছেন মন্ত্রী।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নে প্রতি ১০ দিন পর পর সংস্থা প্রধানদের নিয়ে মূল্যায়ন সভা ও অগ্রগতি পর্যালোচনার জন্য শিল্পসচিবকে নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) রোববারই ট্যানারি মালিকদের কাছে উকিল নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বিসিক ও ট্যানারি মালিকদের দুই সংগঠনের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, ট্যানারি মালিকদের ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের কথা ছিল। পরে আরও দুই দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের নতুন সময় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। কিন্তু এ সময়ের মধ্যে হাজারীবাগ থেকে অনেকে ট্যানারি কারখানা স্থানান্তর করতে পারেননি।