টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-৭ এর একটি দল।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তার নাম দিলদার আহমদ (৩০)। টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকার বাসিন্দা দিলদার।

টেকনাফ র‌্যাব-৭, ক্যাম্প ১ এর ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চত করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইনচার্জ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি দল বরইতলি এলাকায় দিলদার আহমদের বসতঘরে অভিযান চালায়। এসময় দিদারুল আলমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়িতে গর্ত করে লুকিয়ে রাখা দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ ঘটনায় মাদক মামলায় দিলদারকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

একুশে/এসসি