ব্যারিস্টার মইনুল হোসেনের ৬ মাসের জামিন মঞ্জুর

ঢাকা : ব্যারিস্টার মইনুল হোসেনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোট। গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পান মইনুল।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) হাইকোটের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে দেন।

গত ২৬ অক্টোবর গুলশান থানায় মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক আওয়ামী লীগের নেত্রী।

আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা।

পরে আইনজীবী মাসুদ রানা জানান, এটি নিয়ে চারটি মামলায় তিনি জামিন পেলেন। এবং আগাম জামিন পেয়েছিলেন তিনটি মামলায়।

তিনি জানান, অন্য কোনো মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ‘সরকার বাধা সৃষ্টি না করলে’ তার মুক্তি পেতে বাধা নেই।

একুশে/এসসি