ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে কী ভাবে জড়ালেন দীপিকা?

dipikaশুধু সিনে-পর্দায় নয়, এ বার ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে জড়িয়ে গেলেন দীপিকা পাড়ুকোন। নায়িকা নিজেও জানেন না একথা! কী ভাবে এ ঘটনা সম্ভব হল জানেন?

সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রশ্নে এল দীপিকার নাম। জানতে চাওয়া হয়, ২০১৬-তে কোন ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি? অপশনে রয়েছে দীপিকার চারটি ছবির নাম। পরীক্ষার্থীদের বেছে নিতে হবে সঠিক উত্তর। আপাতত টুইটারে ছড়িয়ে পড়েছে সে প্রশ্নপত্র।

ওয়েব দুনিয়ায় এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। কেউ বলছেন, ভারতীয় বিমানবাহিনীর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা একটি সিরিয়াস বিষয়। সেখানে এ প্রশ্ন দেওয়াটা হয়তো ঠিক নয়। আবার কেউ বলছেন, সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে দীপিকা পাড়ুকোন সংক্রান্ত প্রশ্ন থাকাটা অস্বাভাবিক নয়।