রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামায়াতের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৮ | ৭:৫৮ অপরাহ্ন

ঢাকা : জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়েত প্রার্থীদের প্রার্তীতা বাতিল চেয়ে রিট দায়ের করেন।

এ রিট আবেদনের পরিপ্রক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিট শুনানি শেষে আদালত আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানির সময় ধার্য করেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বিষয়টি নিশ্চিত করেন।

একুশে/এসসি