সিঙ্গাপুরে বাংলাদেশী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর : মহান বিজয় দিবস উপলক্ষে সিঙ্গাপুরে বাংলাদেশী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর প্রবাসীদের সংগঠন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (ডিএমইএবিএস)-এর উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ গ্রামবাংলার বিভিন্ন চিত্র আঁকে।

প্রতিযোগিতায় আসা একজন অভিভাবক বলেন, আমাদের জীবনে জাতীয় দিবসগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে আমাদের বিজয় দিবস ঘটা করে পালনের সুযোগ নেই। তবুও স্বল্প পরিসরে আমাদের মহান বিজয় দিবসকে প্রতিপাদ্য বিষয় করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক বলেন, শিশুদের দেশপ্রেম দেখে আমি মুগ্ধ, কতটা দেশপ্রেম থাকলে বিদেশের মাটিতে বসবাস করেও জাতীয় ঐতিহ্যের প্রতীকগুলো শিশুরা এত সুন্দর করে আঁকতে পারে। তাদের পিতামাতা তাদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিয়েছে বলেই তারা আজ এত চমৎকার চিত্রাঙ্কন করতে পারছে।

আয়োজকরা জানান, “শিশুদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করি আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে। আশা করি সামনের দিনগুলোতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (ডিএমইএবিএস)-উপদেষ্টা পরিষদের সদস্য রবিউল ইসলাম খান ও মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক সুগম চাকমা, সহকারী সাধারণ সম্পাদক নজরুল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ পারভেজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আবুল হাসান ও বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির প্রাক্তন ছাত্র ফিরোজ আহমেদ বুলবুল ও আনোয়ার হোসেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজীব মিয়া ও সেতাফুর রহমান।