দেশের প্রথম ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলা’ শুরু হচ্ছে

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শুরু হচ্ছে দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলা (ওয়াইইটিএফ)। আগামী ২১ অক্টোবর নগরীর এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে ১৫ দিনের এ মেলার উদ্বোধন হবে।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন তরুণ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এ মেলার আয়োজন করছে।

এ উপলক্ষে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেসিআই সভাপতি জসীম আহমেদ জানান, মেলায় ২টি মেগা প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৫টি সাধারণ স্টল থাকবে। তরুণ উদ্যোক্তারা তাদের দেশি-বিদেশি পণ্য নিয়ে এ মেলায় অংশ নেবেন। মেলার বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা ও সমস্যা বিষয়ক আলোচনা, উদ্বুদ্ধকরণ সেমিনার, সঙ্গীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র, ফ্যাশন শো ইত্যাদি।

মেলার শৃঙ্খলা রক্ষার স্বার্থে দর্শক-ক্রেতাদের জন্যে স্বল্পমূল্যের টিকেটের ব্যবস্থা থাকবে বলে জানান জেসিআই সভাপতি জসীম আহমেদ। পরে সংবাদ সম্মেলন শেষে ‘ওয়াইইটিএফ ২০১৬’ এর লোগো উন্মোচন করেন জেসিআই নেতারা।