ফিরিঙ্গীবাজার থেকে আন্তর্জাতিক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম : টেকনাফের ইয়াবা ব্যবসায়ী বার্মা সাব্বিরকে (৩০) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি বার্মা সাব্বির টেকনাফের ইয়াবা বিক্রেতা সাইফুল করিমের ব্যবসায়ীক পার্টনার। সে মিয়ানমার থেকে সরাসরি ইয়াবা এনে জাহাঙ্গীর নামে একজনের মাধ্যমে ভারতে পাঠায়।

শুক্রবার (১৪ ডিসেম্বর) নগরের ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাব্বির কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লানপাড়া এলাকার মো. ছিদ্দিকের ছেলে।

তার আটকের বিষয়টি নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বার্মা সাব্বিরকে দীর্ঘদিন ধরে পু্লিশ খুঁজছিল বলে জানান তিনি।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি