রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খালেদার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৮ | ৬:৪৫ অপরাহ্ন

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগ তুলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামির সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ থেকে জামিন পেলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন বলে আদালতকে জানিয়ে অভিযোগ গঠনে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনে শুনানির জন্য ৯ জানুয়ারি ধার্য করেন।

একুশে/এসসি