রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচন করতে পারছেন না ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আলী আজগর

প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০১৮ | ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা : ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার আবেদন খারিজ করে মঙ্গলবার সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে আলী আজগরের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। ফারমার্স ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল। এ আদেশের ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন আলী আজগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিল। এরপর ঋণ খেলাপির অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ফারমার্স ব্যাংক।

এ রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এর বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। যা আজ খারিজ হয়ে যায়। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।

একুশে/আরসি/এটি