আপিলেও টিকলো না খালেদার মনোনয়ন

ঢাকা : মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে আপিল আবেদনেও মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী হতে পারবেন না তিনি।

খালেদা জিয়ার জমা দেওয়া ফেনী-১ এবং বগুড়া ৬ ও ৭ এই তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ওই বাতিলে আদেশের বিরুদ্ধে বুধবার আপিল জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষে আপিল করা হয়।

শনিবার (৮ ডিসেম্বর) আগাগাঁওয় নিবাচন কমিশন ভবনে অনুষ্ঠেয়
আপিল এজলাসে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করা হয়। কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্রকেই বৈধ করার পক্ষে রায় দেন।

এরআগে, শনিবার দুপুরে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে দায়ের করা তিনটি পৃথক আপিল একইসঙ্গে শুনানি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্ব পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দিয়ে ইসি এটিকে পেন্ডিং করে। এরপর বিকাল ৫টায় আবারও শুনানি করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে কমিশন থেকে জানানো হয়।

একুশে/এসসি