রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কর্ণফুলীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০১৮ | ৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরে কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ১শ’ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে র‌্যাব-৭, এর একটি দল। এসময় ইয়াবা বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

শনিবার (৮ ডিসেম্বর) তাকে আটক করা হয়। তার নাম, ইব্রাহিম খলিল (৩৩)। র‌্যাবের দাবি আটক ইব্রাহিম মাদক ব্যবসায়ী। সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার উত্তরা এলাকায় যাচ্ছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইব্রাহিম খলিলকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

একুশে/এসসি