প্রার্থীতা ফিরে পেলেন মোরশেদ খান

ঢাকা : চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তলায় অনুষ্ঠেয় আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই–বাছাইয়ের পর বিল খেলাপির অভিযোগে এম মোরশেদ খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন মোর্শেদ খান।

একুশে/এসসি