টেকনাফে ৭৬০ ক্যান বিয়ারসহ আটক ১

চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭৬০ ক্যান মিয়ানমারের আন্দামান বিয়ারসহ সিরাজুল ইসলাম (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৭, এর একটি দল।

শুক্রবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং উলোচামারি রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান।

আটক সিরাজুল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী ঘোনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।‌

উদ্ধার বিয়ারসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

একুশে/এসসি