রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনোনয়নপত্র ফিরে পেলেন রেজা কিবরিয়া

প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০১৮ | ৪:২৪ অপরাহ্ন

ঢাকা : সিটি ব্যাংক থেকে ঋণ খেলাপির কারণে বাতিল হওয়া হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৭ ডিসেম্বর) তার আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন এ ঘোষণা দেন।

রেজা কিবরিয়ার ক্রেডিট কাডের বকেয়া পরিশোধ করা হয়েছে বলে জানান তার আইনজীবীরা।

এর আগে গত ২ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।

একুশে/এসসি