আপিলেও মীর নাছিরের মনোনয়নপত্র বাতিল

ঢাকা : আপিলে্ও বাতিল হলো বিএনপির হেভিওয়েট নেতা চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ নাছিরের উদ্দিনের মনোনয়নপত্র।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বচন কমিশন কার্যালয়ে মনোনয়পত্র আপিলের শুনানিতে মামলা সংক্রান্ত কারণে মীর নাছিরের মনোনয়নপত্র বাতিল করে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানিতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। এজলাসে ইসি সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর নাছির বলেন, আগেই ভেবেছিলাম এখানে এসে সঠিক বিচার পাওয়া যাবে না। আমাদের মতো বাইরের লোকদের এখানে ডেকে তামাশা মঞ্চস্থ করা হচ্ছে। সব কিছু পূর্বপরিকল্পিত তাদের সিদ্ধান্ত পূর্বনির্ধারিত।

একুশে/এসসি