শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

টেকনাফে পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০১৮ | ৩:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : টেকনাফের হ্নীলা মৌলভী বাজার ও সাবরাংয়ের জিনাখাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে কেউ আটক হয়নি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এই পৃথক অভিযান চালান বিজিবির সদস্যরা।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদু জামান চৌধুরী জানিয়েছেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের খবর পেয়ে বিজিবির একটি দল জিনাখাল নামক এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারীরা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা ও ১ হাজার ২৭৫ আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।

তিনি বলেন, একইদিন বিজিবির আরেক দল হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার লবণ গুদাম এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার পলিথিন ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

একুশে/এসসি