শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০১৮ | ৩:৪১ অপরাহ্ন

ফেনী : ফেনীর দাগনভূঞা-বসুরহাট সড়কেবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। সোমবার দুপুরে সড়কের দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফেনী সদর হাসপাতাল সুত্র জানায়- বসুরহাটগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও ফেনী সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় একজন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু তাহের জানান- আহত ৩ জনকে ফেনী সদর হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ তিনটির মধ্যে ফেনী সদর হাসপতাল মর্গে ২টি ও আরেকটি বসুরহাট স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সুত্র নিহতদের পরিচয় জানাতে পারেনি।

একুশে/আরসি/এটি