শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রামে মনোনয়ন যাদের বাতিল হলো

প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৮ | ৯:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার দিনেই চট্টগ্রামে বিএনপি’র হেভিওয়েট প্রার্থীদের সাথে আরো অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়ন বাতিল করেন। এরা হলেন-

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির শাহিদুল ইসলাম চৌধুরী, দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জাকের পার্টির আবদুল হাইয়ের মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জাসদ (ইনু) আবুল কাশেমের মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অাসনে বিএনপির তিন প্রার্থী গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, আবু আহমেদ হাসনাত ও আবদুল আলীমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে এরশাদ উল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপির প্রার্থী কেন্দ্রীয় এলডিপির শিল্প-বাণিজ্য সম্পাদক এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আবু তালেব বেলালীর মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে স্বতন্ত্র প্রার্থী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ, বিএনএফ প্রার্থী নারায়ন রক্ষিত ও গণফোরামের উজ্জল ভৌমিকের মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মোহাম্মদ আলী ফারুকী, স্বতন্ত্র মনিরুল ইসলাম, মো. শাহজাহান ও জসিম উদ্দীনের মনোনয়নপত্র বাতিল হয়।

একুশে/এসসি