চট্টগ্রাম: আবদুল্লাহ আল নোমানকে বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা নোমানকে দলের দুর্দিনের কান্ডারী উল্লেখ করে অবিলম্বে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে নগর বিএনপি কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মেধা ও শ্রম দিয়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বিএনপিকে সংগঠিত করেছেন নোমান। এরশাদ বিরোধী আন্দোলনে যখন সুবিধাবাদী নেতারা দলত্যাগ করেছিল, নোমান তখন বিএনপি অফিসে মোমবাতি প্রজ্জ্বলন করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন জোরদার করেছিলেন।
চট্টগ্রাম বিএনপির সফলতা তার হাতেই অর্জন। চট্টগ্রাম বিএনপিতে আজ যারা কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা তাদের প্রায় সকলেই তার হাত ধরেই বিএনপিতে এসেছেন।
বক্তারা বলেন, ১/১১ সরকারের শেষের দিকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করে বেগম খালেদা জিয়াকে লাখো জনতার জনসম্মুখে নিয়ে এসে বিএনপির পুনর্জাগরণ ঘটিয়েছিলেন আবদুল্লাহ আল নোমান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও প্রবীণ বিএনপি নেতা কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মাহনগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এম এ হালিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এ সবুর, কাজী আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন আহমদ, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনুস চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু প্রমুখ।