অভিনেতা হতে চাননি শাহরুখ খান

23563813তাঁর অভিনেতা হওয়াটা দূর্ঘটনা, আসলে নাকি শাহরুখ খান খেলোয়াড় হতে চেয়েছিলেন। বেঙ্গালুরুর আইআইএমএ’র ভাষণে কিং খান বললেন, হকি আর ক্রিকেট খেলতে ভালোবাসতেন তিনি। আচমকা চোট পাওয়ায় খেলা বন্ধ করতে হয়েছিল অসময়েই। দুঃখ ভুলতে তখন তিনি যোগ দেন নাটকের দলে। ইতিমধ‍্যে শাহরুখের বাবা মারা যাওয়ায় পেটে টান পড়ে। শেষ পর্যন্ত  পরিচিতের সহায়তায় ঢুকে পড়েন একটি সিরিয়ালে, অভিনেতা হিসেবে। ব‍্যাস, তারপরেই বদলে যায় ভাগ‍্য। সূত্র: আজকাল