নিজস্ব প্রতিনিধি : দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
এ আদেশের ফলে আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ মঈনুল ইসলাম।
এই আইনজীবী বলেন, আইনে আছে তিন বারের বেশি ঋণ পুনঃতফসিল করা যাবে না। আ স ম ফিরোজের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে ২০১৮ সালে নবম বারের মতো তার প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। এই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট করা হয়।
পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে রিটটি দায়ের করেন। আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।
একুশে/আরসি/এসসি