ঝিনাইদহে জঙ্গি আস্থানায় র‌্যাবের অভিযান, আটক ১

ঝিনাইদহ : ঝিনাইদহের সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে গতরাত থেকে উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফৎ হোসেনের বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৬।

গ্রেপ্তার আসামির নাম, মো. আকতার হোসেন। তিনি সাগর বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে। সে স্থানীয় কালুহাটী দাখিল মাদরাসার এবারের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পৌনে নয়টার দিকে অভিযান শেষ করে র‌্যাব সদস্যরা। র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খুলনা থেকে বোমা নিস্ক্রীয় দল রওনা হ্য়ার কথা বলেছিলেন তিনি।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরে ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একুশে/আরসি/এসসি