দুর্নীতিবাজ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করেছে দুদক

ঢাকা : পরীক্ষার ফরম পূরণে অনিনয়ম, ভর্তি বাণিজ্য ও দুর্নীতিবাজ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

অভিযোগের ভিত্তিতে দুদক অভিযানে মাঠে নামছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়, ফেল করা শিক্ষার্থীদের টাকার বিনিময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগসহ ইত্যাদি কয়েক হাজার অভিযোগ দুদকে জমা পড়েছে বলে জানান তিনি। এছাড়া নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার নামেও ব্যবসা হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ভর্তি কোচিংয়ের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা। অভিভাবকরা জেনে ও বুঝে প্রলোভনে জড়িয়ে পড়ছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ও দুর্নীতিবাজ শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একুশে/এসসি