চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায় নবনির্মিত পক্ষীশালা (মিনি এভিয়ারি) এখন উদ্বোধনের অপেক্ষায়। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য এ পক্ষীশালা (মিনি এভিয়ারি) নির্মাণের উদ্যাগ নেন চট্টগ্রাম জেলা প্রশাসক। প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে এ অবকাঠামো নির্মিত হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার নিজস্ব তহবিল থেকেই অবোকাঠামো নির্মাণে অর্থের জোগান দেওয়া হয়েছে।
আগামী বুধবার (২১ নভেম্বর) নবনির্মিত এই পক্ষীশালাটি (মিনি এভিয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন উদ্বোধন করবেন বলে একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন।
তিনি বলেন, নবনির্মিত এই অবকাঠামোটিতে ২৪ প্রজাতির পাখি রয়েছে। অবকাঠামোটির ভেতরে রয়েছে গাছ। দুই মাস আগে কিছু পাখি পক্ষীশালার ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। বাকীগুলো উদ্বোধনের সময় ছাড়া হবে।
রুহুল আমিন জানান, আমরা প্রতিনিয়তই চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আর্কষণের কাজ করে যাচ্ছি। নবনির্মিত এই পক্ষীশালাটির (মিনি এভিয়ারি) আয়তন দৈর্ঘ্যে ৬০ ফুট, প্রস্থে ২৫ ফুট আর উচ্চতা ৩০ ফুট।
চিড়িয়াখানা সুত্রে জানা গেছে, এই অবকাঠামো নির্মাণে ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। আর ১৪ লাখ টাকার দেশি-বিদেশি পাখি কেনা হয়েছে। এরমধ্যে ৪০টি লাভ বার্ড, ১০০টি লাফিং ডাভ, ২০টি ফিজেন্ট, ২০টি রিং নেড পেরোট, ১০০টি কোকাটেইল এবং দুটি ম্যাকাও রয়েছে।
এদিকে চিড়িয়াখানায় নতুন পক্ষীশালা দেখে খুশি আগত দর্শনার্থীরা। একাধিক দর্শনার্থী একুশে পত্রিকার মাধ্যমে চিড়িখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে পক্ষীশালাটি ছিলো ছোট। তাছাড়া ওই পক্ষীশালাটিতে তেমন কোনো পাখি ছিল না। পাখিরা মুক্তভাবে উড়তে পারতো না। নবনির্মিত পক্ষীশালাটি অনেক বড়। দেখতেও সুন্দর। এক সঙ্গে অনেক দর্শনার্থী সৌন্দর্য্য উপভোগ করতে পারবে। নতুন পক্ষীশালাটিতে দেশ-বিদেশের অনেক পাখি আমরা দেখতে পাচ্ছি। পাখিদের কোলাহল শুনছি এতে আমরা আনন্দিত। এই চিড়িয়াখানার আরো পরিবর্তন আসবে এমনটাই আমরা আশা করছি।
একুশে/এসসি/এটি
ছবি : আকমাল হোসেন