রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৮ | ৪:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মহির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়েছে ।

সোমবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন ।

দন্ডপ্রাপ্ত মো. মহির উদ্দিন শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্কাছের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলার প্রাণনাথপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আম্বিয়া খাতুন ওরফে দুলিকে বিয়ে করেন মহির উদ্দিন। ওই সময় ১ লাখ টাকা যৌতুক দেয়া হলেও বিয়ের পর আরও যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন মহির। এক সময় নিজের বাড়িঘর বিক্রি করে শশুড়বাড়িতে বসবাস শুরু করেন তিনি।

২০১২ সালের ২৪ অক্টোবর রাতে সেখানে থাকাবস্থায় যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ওইদিন ভোররাতে স্ত্রীর গলায় নাইলনের রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মহির। ওই সময় আম্বিয়ার মা রোকেয়া চিৎকারের শব্দ শুনে মেয়ের ঘরে এলে মহির ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। রোকেয়ার চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে মহিরকে আটক করে পুলিশে দেয় ।

এ ঘটনায় নিহত আম্বিয়ার ভাই সেরাজুল ইসলাম বাদী হয়ে থানায় খুনের মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মহির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

একুশে/আরসি/এসসি