রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নায়িকা নই অভিনেত্রী কারিনা

প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৬ | ১০:৩২ পূর্বাহ্ন

kareena kapoorমাতৃত্বপূর্বকালীন শারীরিক পরিবর্তন ঢাকতে নানান কসরত করতে দেখা যায় বলিউড নায়িকাদের। ভিন্ন পথে হাঁটছেন কারিনা কাপুর। তিনি বলেছেন, এ নিয়ে লুকোছাপার কিছু দেখছি না।

বলিউডের বেশিরভাগ নায়িকা একটা বয়সের পর পর্দার বাইরে চলে যান। অনেকে বয়স বৃদ্ধির পর ক্যামেরার পাশাপাশি লোকালয়ও এড়িয়ে চলেন। এখানে ভিন্ন পথের যাত্রী কারিনা। তিনি বলেছেন, ৮০ বছর বয়স হলেও অভিনয় করবেন। কারণ নিজেকে নায়িকা তিনি ভাবেন না। ভাবেন একজন অভিনেত্রী হিসেবে।

আর অভিনয় যেহেতু তার জীবিকা, আর দশটা কর্মজীবী মায়ের মতো তিনিও সন্তানকে গর্ভে নিয়েই পর্দার সামনে গর্বের সঙ্গে হাজির হতে চান। কারিনা বলেছেন, আমি অবশ্যই আমার স্বাভাবিক জীবনই যাপন করব। আমি একজন কর্মজীবী নারী। তাই এতে কোনো সমস্যা দেখছি না। আমি আমার কাজ পছন্দ করি। নিজের কাজ ভালোবাসি। মায়ের গর্ভে থাকার সময় থেকেই আমি অভিনেত্রীই হতে চেয়েছি।