রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লাভার ইমেজ ভাঙতে চান তাহসান!

প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৫ | ৩:৪২ পূর্বাহ্ন

Tahsan‘দীর্ঘদিন ধরেই গেয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমি যত গান গেয়েছি বেশিরভাগ গানই প্রেমের গান। শ্রোতারাও আমার কাছ থেকে এই ধরনের গানই বেশি প্রত্যাশা করেন। শ্রোতাদের কথা ভেবে আমিও এত দিন প্রেমের গানই গেয়ে এসেছি। কিন্তু প্রেমের গান গাইতে গাইতে আমি এখন বিরক্ত’ -বললেন সময়ের জনপ্রিয় গায়ক তাহসান খান।

তিনি আরো বলেন, ‘আমাকে অনেক সময় শুনতে হয়, শ্রোতাদের কাছে নাকি আমার ‘লাভার বয়’ ইমেজ তৈরি হয়ে গেছে। এটা আমি ভাঙতে চাই। তাই নিজের গানের ধরনটা বদলানোর চেষ্টা করছি। আর অভিনয়েও চেষ্টা করছি ভিন্ন কিছু চরিত্রে হাজির হতে। ওই রোমান্টিক গল্পের প্রেমিক চরিত্রে সত্যি একঘেয়েমি চলে এসছে। তাই নিজেকে বদলে দিতে চাইছি খানিকটা। সেই মিশন এরই মধ্যে শুরুও করে দিয়েছি।’

সেটি কিভাবে জানতে চাইলে তাহসান বলেন, ‘সপ্তাহ দু-এক হলো, আমি রেডিও ফুর্তিতে একটি অনুষ্ঠান করছি। ‘৫২ শেডস অব তাহসান’ নামের এ অনুষ্ঠানে আমি শ্রোতাদের অন্য ধরনের গান শোনাচ্ছি। প্রথম সপ্তাহে ডাব স্টেপস সম্পর্কে ধারণা দিয়েছি। ভবিষ্যতে ভিন্ন আবহে গান করবো বলেই শ্রোতাদেরও অন্য ধরনের গান শোনাচ্ছি। আমার কাছ থেকে এ ধরনের পরিবর্তন শ্রোতারা সহজে নিতে না পারলেও; আশা করছি, সামনে এ বিষয়টার সঙ্গে আমার শ্রোতারা মানিয়ে নিতে পারবেন।’