হলিউডের সর্বোচ্চ বেতনভুক্ত অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিল দীপিকা পাড়ুকোন৷ ফোর্বস ম্যাগাজিনের তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, বলিউডের এই সুন্দরী রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া হলিউড অভিনেত্রীদের তালিকার ১০ নম্বরে।
এই সমীক্ষার দ্বিতীয়বারে জন্য প্রথম হয়েছেন হাংগার গেমস স্টার জেনিগার লরেন্স৷ তাকে ঠিক পরেই রয়েছেন অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি৷ এমনকি লরেন্সের বেতন পুরুষ অভিনেতাদের কাছাকাছি বলেও জানা গিয়েছে এই সমীক্ষায়৷
আইরণ ম্যান স্টার রবার্ট ড্রোনি গত বছরে এই তালিকায় প্রথম স্থানাধীকারী ছিল৷ তার বছরে আয় ছিল মার্কিন ডলার অনুযায়ী বছরে ৮০ বিলিয়ন ডলার৷ লাস্যময়ী স্কারলেট জোহানসন এই তালিকায় তৃতীয় স্থানাধিকারী৷ মার্কিন ডলার অনুযায়ী তার আয় বছরে ২৫ মিলিয়ন৷
ফোর্বসের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমীক্ষাটি টেলিভিশন, সিনেমা এবং প্রোডাকশন হাউসের কর্মীদের নিয়ে করা হয়েছিল৷