রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আশুলিয়ায় জরিনা হত্যা মামলার তদন্তে পিআইবি

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৮ | ৭:০২ অপরাহ্ন

ঢাকা : দুই দিনেও আটক হয়নি আশুলিয়ায় জরিনা হত্যা মামলার অভিযুক্ত আসামিরা। ঘটনার পর এখনো বাসটি সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনা তদন্ত করে আসছিল আশুলিয়া থানা পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি চাঞ্চল্য ছড়ানোর পর আশুলিয়া থানায় মামলা নথিভুক্ত হয়। মামলা দায়েরের পর তদন্তভার পিবিআইকে হস্তান্তরের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

রোববার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা।

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবা আকবর আলীকে (৭০) ফেলে দিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যান বাস শ্রমিকরা। পরে কিছুদূর পথ পেরিয়ে রাস্তায় পাওয়া যায় জরিনা বেগম (৪৫) নামের ওই নারীর মরদেহ।

একুশে/আরসি/এসসি